কোস্টগার্ডকে ৮টি শার্ক বোট দিয়েছে যুক্তরাষ্ট্র

উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের টহল কার্যক্রমে গতি আনতে বাংলাদেশ কোস্টগার্ডকে আটটি টহল বোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যা মেটাল শার্ক বোট নামে পরিচিত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 04:04 PM
Updated : 22 Dec 2014, 04:04 PM
কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার চট্টগ্রামে কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল ইসলামের কাছে বোটগুলো হস্তান্তর করেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি মেজর জসুয়া ডি ম্যাডলিঙ্গার।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র তিনটি অ্যাম্বুলেন্স বোট ও গতবছর সেপ্টেম্বরে ছয়টি মেটাল শার্ক বোট দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের বোটগুলো সংযোজনের মাধ্যমে সমুদ্র এলাকায় কোস্টগার্ডের চোরাচালান প্রতিরোধ, জলদস্যু দমন, বিপদগ্রস্ত ও হতাহত মানুষের সেবা কার্যক্রম বেড়েছে।