নারী বিজ্ঞানীরা পেলেন মোটরসাইকেল

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গবেষণা মাঠে যাতায়াত সহজ ও নিয়মিত করেতে নয় নারী বিজ্ঞানীকে মোটরসাইকেল দিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 03:23 PM
Updated : 22 Dec 2014, 03:23 PM

বারির মহাপরিচালক (ডিজি) ড. মো. রফিকুল ইসলাম মন্ডল সোমবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের মাঝে এসব মোটরসাইকেল বিতরণ করেন।

মহাপরিচালক জানান, এতে বিজ্ঞানীরা সঠিক সময়ে গবেষণা মাঠে উপস্থিত হতে পারবেন।

এ সময় পরিচালক (সেবা ও সরবরাহ) ড. শামসুন নূর,  পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. ভাগ্য রাণী বণিকসহ ইনস্টিটিউটের অন্য নারী বিজ্ঞানী ও মহিলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।