নরসিংদী চেম্বার নির্বাচনের বাধা কাটল

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন বন্ধে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 09:33 AM
Updated : 22 Dec 2014, 09:33 AM

ওই নির্বাচনের প্রার্থী আব্দুল মোমেন মোল্লাসহ তিন প্রার্থীর আবেদনে সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. ইমান আলী এই স্থগিতাদেশ দেন।

চেম্বার আদালতের এই আদেশের ফলে আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন এ মামলার একজন আইনজীবী।

এ নির্বাচনের প্রার্থী রাশিদুল হাসান রিন্টুর করা এক আবেদনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ গত ১৪ ডিসেম্বর ভোট স্থগিত করে দেয়।

নরসিংদী চেম্বারের নির্বাচন কমিশন এ নির্বাচনের প্রার্থী আব্দুল মোমেন মোল্লা ও নিজামুদ্দিন ভূঁইয়া লিটনের প্রার্থিতা বাতিল করে দেয়। এছাড়া মোমেন সরকার নামে আরেকজনের প্রার্থিতা বাতিলের জন্য রাশিদুল হাসান রিন্টু কমিশনের কাছে আবেদন করেন।

রিন্টুর আইনজীবী মাসুদ রানা জানান, নির্বাচন আপিল বোর্ড ওই তিনজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে। এর বৈধতা চ্যালেঞ্জ করেই তারা হাই কোর্টে রিট করেন।

তাদের অভিযোগ ছিল, বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪ অনুসারে দুটি চেম্বারে ভোটার হওয়া যায় না। কিন্তু এই তিনজনই দুটি চেম্বারে ভোটার হয়েছেন।

তাদের আবেদনে হাই কোর্ট নির্বাচন স্থগিত করে দিলে মোমেন মোল্লাসহ তিন প্রার্থী চেম্বার আদালতে যান।

চেম্বার আদালতে এই তিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন এএম আমিন উদ্দিন।

হাই কোর্টের আদেশ স্থগিত হয়ে যাওয়ায় চেম্বার নির্বাচন আয়োজনে আর কোনো বাধা থাকল না বলে মাসুদ রানা ও আমিন উদ্দিন জানান।