শাহজালালে ৫ কেজি সোনাসহ আটক ২

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বার ও অলঙ্কারসহ দুজনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 04:48 AM
Updated : 22 Dec 2014, 08:25 AM

এর মধ্যে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ডমেসটিক টার্মিনাল এলাকা থেকে আনিস মিয়া (২৩) নামের একজন এবং রোববার রাত ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ফরিদ মাতবর (৩০) নামে আরেকজনকে আটক করা হয়।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ডমেসটিক টার্মিনাল এলাকা থেকে ৩৬টি সোনার বারসহ আনিস মিয়াকে আটক করা হয়।

আনিস দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৮৪ ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন।

তার জুতার ভেতর থেকে ২৬টি ও প্যান্টের ভেতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন চার কেজি ১৯৫ গ্রাম। এই সোনার আনুমানিক দাম দুই কোটি দুই লাখ টাকা বলে উম্মে নাহিদা আক্তার জানান।

ফরিদ মাতবর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে রোববার রাত ১০টার দিকে।

কাস্টমসের যুগ্ম কমিশনার কাজি মো. জিয়া উদ্দিন জানান, রাত পৌনে ১২টার দিকে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তল্লাশি করে ফরিদের জুতার ভেতরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের সাতটি সোনার বার ও ৩৪ গ্রাম ওজনের অলঙ্কার পাওয়া যায়।

উদ্ধার হওয়া সোনার ওজন পৌনে এক কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা বলে জিয়া উদ্দিন জানান।