সহকর্মীর লাশ ফেলে পালানোর সময় দুই শ্রমিক আটক

দুর্ঘটনায় নিহত এক শ্রমিকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে বাগানে ফেলে যাওয়ার অভিযোগে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 04:06 AM
Updated : 22 Dec 2014, 04:06 AM

আটক দুজনের নামই ইমরান। তাদের বয়স ২৫ এর কাছাকাছি বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপ পরিদর্শক শাহআলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১২টার দিকে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

তিনি জানান, মুন্সিগঞ্জের সুপারবোর্ড নামের একটি কারখানার শ্রমিক শাহাবুল রোববার সন্ধ্যায় ৩০ ফুট উঁচু একটি পাইপ থেকে পড়ে যান। তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের উমিদগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

কারখানার একটি পিকআপ ভ্যানে করে চারজন শ্রমিক রাত ১২টার দিকে শাহাবুলকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছানোর পর বুঝতে পারেন, তাদের সহকর্মী আর বেঁচে নেই।

এ সময় ইমরান নামের দুইজন শাহাবুলের লাশ মেডিকেল সংলগ্ন রাস্তার পাশে বাগানে ফেলে চলে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি দুই শ্রমিক ও পিকআপ চালক ওই এলাকা থেকে সরে পড়ে বলে উপ পরিদর্শক শাহআলম জানান।

শাহাবুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, “নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। লাশ নিতে তারা মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসছেন।”