রামুতে উপ-নির্বাচনে আ. লীগ জয়ী, হরতাল বিএনপির

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজ-উল আলম বিজয়ী হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 04:15 PM
Updated : 21 Dec 2014, 06:27 PM

রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাসুদ হোসেন উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

মোটর সাইকেল প্রতীক নিয়ে রিয়াজ-উল আলম ৪০ হাজার ১২০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মেরাজ আহমদ মাহিন আনারস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮৩২ ভোট।

এদিকে ফলাফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার জেলায় হরতাল ডেকেছে বিএনপি।

চলতি বছর ২৩ মার্চ অনুষ্ঠিত রামু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি সভাপতি আহমেদুল হক চৌধুরী ৩৩ হাজার ৩০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। নির্বাচিত হওয়ার ৪ মাস পর আহমেদুল হক চৌধুরী গত ১১ অগাস্ট মারা যান।

রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে কক্সবাজার জেলা বিএনপি।

সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রামু নির্বাচনে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান, কেন্দ্রে দখল করে ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ।

“স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কলমের নেতৃত্বে এ ঘটনা ঘটে প্রকাশ্যে। এছাড়া বহিরাগত সন্ত্রাসীরাও বিএনপি ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে,” বলেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীও সংবাদ সম্মেলনে ছিলেন।