ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ভবনের দোতলার ছাদ থেকে পড়ে এক উপসহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 03:54 PM
Updated : 21 Dec 2014, 03:54 PM

রোববার পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়-কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শনের সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. সেলিম খান (৩৮) ওই আশ্রয়কেন্দ্র নির্মাণের দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃঞ্চ রায় চৌধুরী জানান, পশ্চিম বিশারাম পুর মাধ্যমিক বিদ্যালয়-কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলছে প্রায় দুই বছর ধরে।

ওই কাজের দায়িত্বরত প্রকৌশলী সেলিম খান কাজের তদারকি করার এক পর্যায়ে পা ফসকে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যান।

স্থানীয়রা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু হয়।

সেলিম ময়নসিংহের বড় বিলাপাড়া গ্রামের প্রয়াত মনিরুজ্জামান খানের ছেলে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।