জামদানিতে খালেদা অপূর্ব: জাফরুল্লাহ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাধারণত জর্জেট ও শিফন শাড়ি পরলেও জামদানি শাড়িতে তাকে বেশি মানায় বলে মন্তব্য করেছেন বিএনপি সমর্থক পেশাজীবী নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 03:44 PM
Updated : 21 Dec 2014, 04:17 PM

রোববার রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক মুক্তিযোদ্ধা সমাবেশে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “ম্যাডাম আপনি একজন জনপ্রিয় নেত্রী। আমাদের নেত্রী সুন্দরী। জনগণ আপনাকে পছন্দ করে। আপনাকে জামদানি শাড়িতে অপূর্ব লাগে।

“জামদানি শাড়ি পরা অবস্থায় কয়েকদিন আগে একটি পত্রিকায় আপনার ছবিও দেখেছি। আজ আপনি শিফন শাড়ি পরেছেন। তবে জামদানিতে আপনার ছবিটি অপূর্ব লেগেছে।”

এ সময়ে প্রধান অতিথির আসনে বসা খালেদা জিয়া মুচকি মুচকি হাসছিলেন। তার পরনে ছিল হালকা নীলের শিফন ও ধূসর রংয়ের চাদর।

গত ১৭ ডিসেম্বর ড্যান মজীনার সঙ্গে বৈঠকে জামদানি শাড়িতে খালেদা জিয়া

রোববার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে শিফন শাড়িতে খালেদা জিয়া

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজীনার সঙ্গে এক বৈঠকে জামদানি শাড়িতে দেখা যায় খালেদাকে।

খালেদার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামদানি, কাতান, তাঁতের ইত্যাদি শাড়ি পরেন।