গণতন্ত্র বিরোধী কর্মসূচি মোকাবেলা করা হবে: নাসিম

আগামী ৫ জানুয়ারি ২০ দলীয় জোট গণতন্ত্র বিরোধী কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 01:03 PM
Updated : 21 Dec 2014, 01:03 PM

রোববার বিকালে সিরাজগঞ্জ জেলা উন্নয়ন ও আইনশৃংখলা সভায় নাসিম এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংবিধান মোতাবেক গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তা সারা বিশ্বে স্বীকৃতিও পেয়েছে। আগামী ৫ জানুয়ারি এ সরকারের প্রথম বর্ষপূতি হবে।

এদিন বিএনপি তথা ২০ দলীয় জোট যদি গণতন্ত্র বিরোধী কোনো কর্মসূচি পালনের চেষ্টা করে তা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।

নাসিম বলেন, নির্বাচনে অংশ না নেওয়া যে কোনো দলের রাজনৈতিক অধিকার, কিন্তু নির্বাচনে অংশ না নিয়ে বৈধ সরকারকে অবৈধভাবে উৎখাতের চেষ্টার হুমকিধামকি মেনে নেওয়া হবে না।

জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সাংসদ সেলিনা বেগম স্বপ্না, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।