নাটোরে জুয়েলার্সে ডাকাতি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি জুয়েলার্সে ডাকাতি হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 12:43 PM
Updated : 21 Dec 2014, 12:43 PM

দোকানের মালিকের দাবি, রোববার ভোরে বিহারকোল বাজারের ‘অলংকার জুয়েলার্স’ থেকে ডাকাতরা ৬৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান বিহারকোল বাজারের ব্যবসায়ীদের বরাত দিয়ে জানান, আট থেকে দশ জনের ডাকাত দল রোববার ভোররাত ৩টার দিকে নৈশপ্রহরী মোহাম্মদ আহসান ও হান্নান আলীকে বেঁধে রেখে অলংকার জুয়েলার্সের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে।

তারা দোকান থেকে নগদ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে যায়।

পুলিশ জিজ্ঞসাবাদের জন্য দুই নৈশ প্রহরীকে থানায় নিয়ে গেছে।

ওসি আমিনুর রহমান আরও জানান, এ ব্যাপারে দোকানের মালিক ধ্রুব কুন্ড বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় আটক দুই নৈশ প্রহরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দোকানের মালিক ধ্রুব কুমার কন্ডু জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে তিনি দোকানে গিয়ে দেখেন দোকানের শাটার ও দরজার তালা ভাঙা। 

তার দাবি, ডাকাতরা তার দোকান থেকে নগদ টাকা ও সোনা-চাঁদির  গহনাসহ প্রায় ৬৫ লাখ টাকার মালামাল লুট করেছে।