ছাত্রদের চেয়ে ছাত্রীরাই ভাল করছে: আরেফিন

বাংলাদেশ শিক্ষায় নারীরা অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 07:36 PM
Updated : 21 Dec 2014, 08:38 AM

তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সময়ে ৮৭৭ জন শিক্ষার্থী ছিল, যাদের মধ্যে মাত্র একজন নারী শিক্ষার্থী ছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ৪৫ শতাংশ নারী।

“বিগত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীরাই ভাল ফল করেছে। পরীক্ষার মাধ্যমেই তারা তাদের অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে।

“এর কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের লেখাপড়ার ভালো সুযোগ ও পরিবেশ তৈরি হয়েছে। আবার অবৈতনিক শিক্ষাব্যবস্থাও নারী শিক্ষার উন্নতিতে ভূমিকা রাখছে।”

শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত ‘শিক্ষার জন্য তহবিল সংগ্রহ’ বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘আগামী’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের ডিএসএইচই-এর প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষাক্ষেত্রে ‘আগামী’র অবদান প্রশংসনীয়। তবে তাদের গুণগত শিক্ষার ওপর গুরুত্ব দিতে হতে হবে।

“কারণ পরীক্ষায় ৮০-৯০ নম্বর পাওয়া মানেই মেধার পরিচয় বহন করে না। শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের ওপর নজর দিতে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শফিউজ্জামান বক্তব্য দেন।