সেপ্টেম্বরে ফোবানা সম্মেলন

উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফোবানা (ফেডারেশন অফ বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা) সম্মেলন আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে আয়োজক সংগঠন ‘বাংলাদেশ লীগ অফ আমেরিকা’ ঘোষণা দিয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 02:28 PM
Updated : 20 Dec 2014, 06:13 PM

স্থানীয় সময় ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির উডসাইডের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘হৃদয়ে আকাশ-প্রকাশে বাঙালি’ স্লোগানকে সামনে ২৯তম এই ফোবানা সম্মেলনটি আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর জ্যামাইকার ইয়র্ক কলেজের পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। 

তিনদিনব্যাপী ওই সম্মেলনে কানাডা, ইউরোপ, বাংলাদেশ, ভারত এবং আমেরিকা বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে বিষয়ভিত্তিক সেমিনারে অংশ নেয়ার পাশাপাশি উপমহাদেশের শিল্পীরা বিনোদন পর্বে অংশ নিবেন।

ফোবানার হোস্ট কমিটির সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী বলেন, “ফোবানা এই সম্মেলনে বিশেষ গুরুত্ব দেয়া হবে প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশি প্রজন্মকে। নতুন প্রজন্মের অংশগ্রহণে বেশ কটি পর্ব থাকবে, যাতে তারা বাঙালি সংস্কৃতির সাথে বেশি করে জড়িত হতে পারে।”

ফোবানার আহ্বায়ক বেদারুল ইসলাম বাবলা বলেন, “সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি চলছে। নিউ ইয়র্কে বাংলা সংস্কৃতি নতুন প্রজন্মে প্রবাহের অভিপ্রায়ে দীর্ঘদিন যাবত প্রয়াসরত কয়েকটি সংগঠনের সমন্বয়ে দৃষ্টিনন্দন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সবগুলো অনুষ্ঠানেই পারফর্ম করবে আমেরিকায় জন্মগ্রহণকারী বাংলাদেশি তরুণ-তরুণীরা।”

সম্মেলনের প্রধান উপদেষ্টা এবং নিউজার্সির প্লেইন্স বরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী এক প্রশ্নের জবাবে বলেন, “মূলধারার সামনে বাংলাদেশিদের অবস্থান তুলে ধরতে বিশাল আয়োজনের প্রয়োজন রয়েছে। ফোবানা ২৮ বছরে সে চেষ্টাই করেছে।”

উত্তর আমেরিকার বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লীগ অফ আমেরিকা গড়ে উঠে। ১৯৮৭ সাল থেকে ফোবানা’র বাংলাদেশ সম্মেলন একেক বছর যুক্তরাষ্ট্রের একেক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে জানানো মধ্য দিয়ে ‘মার্কিন মুল্লুকে তা জাগরুক রাখতে’ ফোবানার এ সম্মেলনকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান জ্যেষ্ঠ নির্বাহী কো-কনভেইনর নূরল আমিন।

সংবাদ সম্মেলনে কো-কনভেনর আব্দুল কাদির মিয়া, চিফ কনসালটেন্ট আতিকুর রহমানসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফোবানার নির্বাহী কমিটির কয়েকজন কর্মকর্তাও এসেছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ফোবানা সম্মেলন আয়োজনে বাজেট ধরা হয়েছে আড়াই লাখ ডলার।

সংবাদ সম্মেলন শেষে ফোবানার হোস্ট সংগঠনের ব্যানারে একইমঞ্চে ‘বিজয় তোমাকে ছুঁয়ে বেঁচে থাকা যায়’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।