রামুতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন রোববার

কক্সবাজারের রামু উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন রোববার অনুষ্ঠিত হবে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 02:06 PM
Updated : 20 Dec 2014, 02:06 PM

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা অনুপম সাহা জানান, রোববারের নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রে আটজন করে এবং সাধারণ কেন্দ্রে ছয়জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া অতিরিক্তি জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।

রিটার্নিং কর্মকর্তা অনুপম আরও জানান, রামু উপজেলার ১১টি ইউনিয়নের এক লাখ ৩৯ হাজার ৮০১ জন ভোটার ৫০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ৭০ হাজার ৮৫২ জন পুরুষ ও ৬৮ হাজার ৯৪৯ জন নারী ভোটার রয়েছেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াজ উল আলম (মোটরসাইকেল), বিএনপি সমর্থিত মেরাজ আহমেদ মাহিন চৌধুরী (আনারস) এবং জামায়াতসমর্থিত প্রার্থী  ফজলুল্লাহ মো. হাসান (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১১ অগাস্ট রামু উপজেলা চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

১৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ নভেম্বর। আর মনোনয়ন বাছাই ২৬ নভেম্বর, প্রত্যাহার ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ছিল।