সাতকানিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহেতর সংখ্যা বেড়ে ছয় হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 12:51 PM
Updated : 20 Dec 2014, 02:55 PM

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার পাঠানি পুল এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন।

হাইওয়ে পুলিশ দোহাজারি ফাঁড়ির পরির্দশক একেএম কাউছার চৌধুরী জানান, এঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধকে হাসাপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়।

কাউছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘এস আলম সার্ভিসের’ একটি বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিক অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

এরা হলেন- শাহরিয়ার (১৫), সোয়েব (১৭), অমূল্য দাশ (৫৫), জসীম উদ্দিন (৩৫), শামসুল আলম (৮০) ও অটোরিকশা চালক সৈয়দ (৩৫)। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, পরে রাতে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান শামসুল আলম (৮০)।

নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানান তিনি।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান কাউছার।