রাজশাহীতে মামাবাড়ি গিয়ে যুবক খুন

রাজশাহীতে মামার বাড়িতে বেড়াতে গিয়ে এক যুবক খুন হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 09:45 AM
Updated : 20 Dec 2014, 09:45 AM
রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, শুক্রবার রাত ৮টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকার পদ্মার চর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার সকালে তার মামা আজাহারুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন।

নিহত আবদুর রশিদ সান্টু (১৯) বাগমারা উপজেলার দ্বীপপুর গ্রামের মাছ ব্যবসায়ী গয়েন আলী মোল্লার ছেলে। বাবার মাছ ব্যবসা দেখাশোনা করতেন সান্টু।

এ ঘটনায় গয়ের আলী মোল্লা বাদী হয়ে রাজপাড়া একটি হত্যা মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আনিসুর বলেন, সান্টু গত ১৬ ডিসেম্বর নগরীর কাজিহাটা এলাকায় খাদ্য অধিদপ্তরের রাজশাহী অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী আজাহারুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। ১৭ ডিসেম্বর বিকেলে সান্টু শহর দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।

শুক্রবার সন্ধ্যায় চরে বালিচাপা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, “দু-একদিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বালি দিয়ে লাশ ঢেকে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”