নিজের ট্রাকের নিচে পড়ে চালক নিহত

মুন্সীগঞ্জ ও কুষ্টিয়ায় সড়কে ‍দুর্ঘটনায় মারা গেছেন দুই চালক, এর মধ্যে একজন নিজের ট্রাকের নিচে পড়ে মারা যান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 08:20 AM
Updated : 20 Dec 2014, 08:23 AM

শনিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে ঢাকা-চ্ট্টগ্রাম মহাসড়কে ট্রাকের নিচে থেকে মেরামতের সময় এর চালকের সঙ্গে সহকারীও মারা যান বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- ট্রাক চালক নিলু আহামেদ (২৭) , তার সহকারী মো. ফিরোজ (১৯)।

চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে মহাসড়কে ট্রাক বিকল হয়ে পড়লে নিলু ও ফিরোজ তার নিচে ঢুকে মেরামতের কাজ করছিলেন।

মহাসড়ক পুলিশের গজারিয়া থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “হঠাৎ গাড়িটি সামনের দিকে চলতে শুরু করলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যায়।”

লাশ দুটি উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

একই দিন কুষ্টিয়া সদর উপজেলার ‍কুমারগাড়ায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হন নসিমন চালক জীবন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন শ্রমিক পল্লী বিদ্যুতের কিছু সরঞ্জাম নিয়ে নসিমনে করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষ্মীপুরে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ও চার শ্রমিক গুরুতর আহত হয়।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে জীবন মারা যান।

আহত মোহাম্মদ আলী (২৫), সাহেব আলী (৪৫), রাজীব (২৫) ও রতন (২৫) ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।