চট্টগ্রামে সহোদর খুন: ৩ জন আটক

চট্টগ্রামে দুই ভাই খুনের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 07:58 AM
Updated : 20 Dec 2014, 11:06 AM

এদিকে পুলিশ ‘কাঠ ব্যবসা’ নিয়ে বিরোধের জের ধরে দুই ভাই খুন হয়েছে বললেও স্থানীয়রা বলছেন, ‘মাদক ব্যবসা’ এই হত্যাকাণ্ডের মূল কারণ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ফরিদুল আলম ও আবু সিদ্দীককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে একদল লোক। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও তানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে কাঠ ব্যবসার বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।

তবে তাদের নাম পরিচয় জানাতে রাজি হননি তিনি।

আব্দুর রউফ জানান, রাতে বাসায় ফেরার পথে একদল লোক ফরিদের ওপর হামলা চালালে আবু তাকে উদ্ধার করতে এগিয়ে যায়। এসময় তাকেও পিটিয়ে জখম করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আবু ও ফরিদ মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। এর জের ধরে তাদের হত্যা করা হয়েছে।

অবশ্য মাদক ব্যবসায় তাদের সম্পৃক্ত থাকার কোনো অভিযোগ পুলিশের কাছে নেই।

এ ঘটনায় নিহতদের ভাই মঈনুদ্দীন মহসিন বাদী শনিবার দুপুরে নগরীর চান্দগাঁও থানায় একটি মামলা করেছেন। স্থানীয় কাঠ ব্যবসায়ী আইয়ূব খানকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আসামি হিসেবে আরো ২০ জনের নাম রয়েছে।