শিকাগোতে ‘জিয়া ওয়ে’ টিকে গেল

যুক্তরাষ্ট্রের শিকাগোতে জিয়াউর রহমানের নামের সড়কটি বাতিলের আবেদন খারিজ হয়ে গেছে আদালতে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 04:42 AM
Updated : 20 Dec 2014, 04:42 AM

আবেদনটি গত মঙ্গলবার শিকাগোর একটি আদালত খারিজ করে দেওয়ার পর তা পুনর্বিবেচনার আবেদনের কথা ভাবছে মামলাকারী ‘কোয়ালিশন ফর এশিয়ান-আমেরিকান’।

গত সেপ্টেম্বরে প্রবাসী বিএনপি নেতাদের উদ্যোগে শিকাগো শহরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়ার নামে একটি সড়ক উদ্বোধন করে সিটি কাউন্সিল।

অবৈধভাবে ক্ষমতা দখলকারী একজন সামরিক শাসকের নামে সড়কে তখনই আপত্তি জানিয়েছিলেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা।

এরপর মামলা করেন তারা, তবে রায় সিটি কাউন্সিলের পক্ষেই গেছে।

‘কোয়ালিশন ফর এশিয়ান-আমেরিকান’-এর পক্ষে বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন তহবিল সংগ্রহের চেষ্টায় রয়েছি মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য।”

গত সেপ্টেম্বর উদ্বোধন হয় জিয়া ওয়ে

এজন্য আইনজীবীর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, “আমরা কোনোভাবেই জিয়াউর রহমানের নামে কোনো সড়ক দেখতে চাই না এই সিটিতে।”

শিকাগোতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক রয়েছে।

১৯৯৭ সালে ওই সড়ক উদ্বোধনের পর থেকেই বিএনপির প্রবাসী নেতা-কর্মীরা জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণের জন্য নগর কর্তৃপক্ষের কাছে জন্য দেন-দরবার শুরু করেন।