‘বগাছড়িতে হামলায় নব্য রাজাকাররা’

বিজয় দিবসে রাঙামাটির বগাছড়িতে পাহাড়িদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবিতে ঢাকায় সমাবেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 07:44 PM
Updated : 19 Dec 2014, 07:44 PM

শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা বলেন, “বিজয় দিবসে বগাছড়িতে হামলা নব্য রাজাকারদের কাজ। তারা আনারস বাগান কেটে দেওয়ার গল্প বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা দালাল-বেঈমান।”

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “পাহাড় সেখানকার জনগণের সম্পদ। বহিরাগত সেটেলারদের দিয়ে তা দখল করা হচ্ছে। পাহাড়ের সমস্যা হচ্ছে ভূমি সমস্যা, তা সমাধান না হলে নানা ধরনের অনাকাঙিক্ষত ঘটনা ঘটবে।”

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেন, “আগে বাইশ পরিবার ছিল, এখন হয়েছে বাইশ হাজার পরিবার। এরাই এখন সর্বত্র লুটপাট ও ভূমি দখল করছে।

“ভূমিদস্যুরা পাহাড়িদের জমি কেড়ে নিয়ে দখলদারিত্ব কায়েম করছে। এ বাইশ হাজার পরিবারের সাথেই জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী থাকলে, পাহাড়িদের জমি ফেরত দেওয়া না হলে সমস্যার সমাধান হবে না।”

স্বপন আদনান বলেন, “তথাকথিত শান্তিচুক্তি ধোঁকা দেয়ার সামিল, তাতে পাহাড়ে সমস্যার সমাধান হয়নি। ভূমি কমিশনের কাজ পাহাড়িদের ভূমি ফিরিয়ে দেওয়া, অথচ তা অকার্যকর অবস্থায় পড়ে আছে।

“সে কারণে চুক্তির পরও ভূমি বেদখল অব্যাহত রয়েছে। ভূমি বেদখলে এখন বিভিন্ন ব্যক্তিগত কোম্পানিও জড়িয়ে পড়েছে।”

গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াইএফ) সভাপতি মাইকেল চাকমার সভাপতিত্বে সমাবেশে  জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সমন্বয়ক জাফর হোসেন, লেখক শিবিরের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।