ভারতীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়াতে দেশটির উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর উদ্যোগ প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক নয়া দিল্লি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 03:15 PM
Updated : 19 Dec 2014, 03:15 PM

শুক্রবার  বিকেলে নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারী বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতের উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।”

হামিদ আনসারী এসময় ‘বাংলাদেশ-ভারত সংসদীয় মৈত্রী গ্রুপের’ কার্যক্রম আরো জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

আবদুল হামিদ এ সময় ভারতের উপরাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী দলের নেতা গোলাম নবী আযাদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মুক্তিযোদ্ধা হিসেবে আবদুল হামিদের ভূয়সী প্রশংসা করেন গোলাম নবী আযাদ।

স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলী, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী দুই বৈঠকে উপস্থিত ছিলেন।