সিরাজগঞ্জে শিশু মৃত্যুর কারণ তদন্তে কমিটি

সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে জেলা সিভিল সার্জন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 02:18 PM
Updated : 19 Dec 2014, 03:03 PM

শুক্রবার  সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, একই হাসপাতালের ডা. আব্দুর রাজ্জাক, ডা. আকরামুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম এবং জেলা পাবলিক হেলথ নার্স আসমা বেগম। 

গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে  উল্লাপাড়ার পশ্চিম মহেশপুর গ্রামের ইনসাফ আলীর দেড় মাস বয়সী শিশু আলমাছকে সেবা জেনারেল হাসপাতালের ভর্তি করান স্বজনরা। এর দুই ঘণ্টা পর শিশুটি শিশুটি মারা যায়।

এতে শিশুর বাবা ইনসাফ আলী চিকিৎসায় অবহেলায় তার ছেলের মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালটির চিকিৎসক সোহেল আখতারের শাস্তি দাবি করেন।