ফেনীতে গ্যাসের লাইন লিক

ফেনী শহরের ইসলামপুর মোড়ে গ্যাসের লাইন লিক হওয়ার কারণে মাটির নিচ থেকে তৈলাক্ত পদার্থের নিঃসরণ হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 01:29 PM
Updated : 19 Dec 2014, 01:30 PM

শুক্রবার বিকালে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এ ঘটনায় এলাকায় লোকজনের ভিড় জমে যায়।

পরে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের লোকজন গিয়ে তা মেরামত করে এবং পুলিশ দুই ঘণ্টার চেষ্টায় লোকজনকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের লাইন ম্যান মো. হারুনুর রশিদ জানান, বিকাল ৪টার দিকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর মোড়ে রাস্তার নিচ থেকে গ্যাসের লাইন লিক করে তৈলাক্ত পদার্থ নিঃসরণ হতে থাকে।

খবর পেয়ে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড এর লাইনম্যানরা ঘটনাস্থলে গিয়ে দুইঘণ্টার চেষ্টায় গ্যাস লাইনের লিক মেরামত করেন।

তিনি জানান, ওইস্থানে দীর্ঘদিন ধরে গ্যাস লাইনে লিক থাকায় গ্যাস নিঃসরণ হচ্ছিল, কিন্তু তা মাটির নিচে চাপা থাকায় এক ধরনের তৈলাক্ত পদার্থ জমে যায়।

ল্যাবে পরীক্ষার জন্য ওই পদার্থের নমুনা বাখরাবাদ গ্যাস সিস্টেমস লি. সংরক্ষণ করেছে বলে জানান তিনি।

ফেনীর পুলিশের সহকারী পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম জানান, তেল নিঃসরণের ঘটনার খবর পেয়ে উৎসুক জনতা সড়কের দুই পাশে ভীড় করায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে বলে তিনি জানান।