স্টিয়ারিংয়েই মৃত্যু হলো চালকের

গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ার জন্য সবই প্রস্তুত ছিল, চালক বসে ছিলেন স্টিয়ারিং ধরে। তবে অনেক হাঁকডাকের পরও বলছিলেন না কথা। শেষমেশ কাছে গিয়ে ডাকতেই বোঝা গেল ‘মৃত্যুর পথে’ যাত্রা করেছেন ক্লান্ত চালক।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 06:21 AM
Updated : 19 Dec 2014, 06:31 AM
বৃহস্পতিবার রাতে বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

বেনাপোল বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-বেনাপোল রুটের ‘সোহাগ পরিবহনের’ একটি বাসে চালক আব্দুস সামাদের (৪৫) মৃত্যু হয়।

তার বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জের মোস্তাপুর গ্রামে।

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক সহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামাদ তাদের গাড়ি চালাতেন।

বৃহস্পতিবার ভোরে বাস চালিয়ে তিনি ঢাকা থেকে বেনাপোলে আসেন। আবার রাতে একই গাড়িতে যাত্রীদের নিয়ে ঢাকার পথে রওনা হওয়ার কথা ছিল।

সহিদুল বলেন, “বাসের স্টিয়ারিং ধরেই বসে ছিলেন তিনি। সময় হলে অফিস সহকারীরা তাকে বাসটি ছাড়তে বললে তিনি আর কোন কথা বলেননি। পরে দেখা যায় স্টিয়ারিংয়ের উপরই তিনি মারা গেছেন।” 

পুলিশ পরিদর্শক রফিকুল বলেন, রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা আসার পর ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।