জেএসসি-জেডিসির ফল ২৮ ডিসেম্বর প্রকাশের প্রস্তুতি

প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামী ২৮ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 03:36 PM
Updated : 18 Dec 2014, 03:36 PM

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক দিলারা হাফিজ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৮ বা ২৯ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশের প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে।

“আমরা চাচ্ছি, ২৮ ডিসেম্বর ফল প্রকাশ করতে, সে লক্ষ্য নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে ওইদিন প্রধানমন্ত্রী সময় দিতে না পারলে ২৯ ডিসেম্বর ফল প্রকাশ করা হতে পারে।”

রীতি অনুযায়ী, শিক্ষাবোর্ডের চেয়াম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন মন্ত্রী।

এ বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর শুরু হয়।

হরতালের কারণে জেএসসি-জেডিসির চার দিনের পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ফলে ১৮ নভেম্বর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা ২০ নভেম্বর শেষ হয়।

এবার ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়।