পেশোয়ারে স্কুলশিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ চট্টগ্রামে

পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালিবান জঙ্গিদের হামলায় ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ নিহত হওয়ার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 03:24 PM
Updated : 18 Dec 2014, 04:24 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাবেশের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে শিশু-কিশোরদের হত্যার তীব্র নিন্দা জানানো হয়।

সমাবেশে এ হত্যাকাণ্ডকে ‘ইতিহাসের বর্বরোচিত ঘটনা’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, ইসলামের দোহাই দিয়ে তালেবান জঙ্গিরা যে হত্যাকাণ্ড চালিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। আর শান্তির দোহাই দিয়ে কথিত তালেবান জঙ্গিরা এই ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা সভ্য সমাজে কখনো মেনে নেওয়া যায় না।

জঙ্গিদের ‘হত্যাকারী’ আখ্যা দিয়ে বক্তারা আরো বলেন, যারা কোমলমতি শিশুদের গুলি করে হত্যা করেছে তারা কখনোই ইসলামের সেবক হতে পারে না।

বাংলাদেশের সচেতন মানুষ সবসময়ই শান্তিকামী ও অসাম্প্রদায়িক উল্লেখ করে তারা বলেন, বিবেকের তাড়নায় পাকিস্তানে হত্যাকাণ্ডের প্রতিবাদে এদেশের মানুষ রাজপথে নেমে এসেছে।

সমাবেশে হত্যাকারী তালেবান জঙ্গিদের উপযুক্ত শাস্তি দেয়ার দাবি জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, নাট্যব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজী, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, আবৃত্তিকার রণজিৎ রক্ষিত, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, উদীচী জেলা সহ-সভাপতি প্রবাল দে, খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি আশীষ সেন, সাধারণ সম্পাদক রোজী সেন প্রমুখ।

উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর, প্রমা আবৃত্তি সংগঠন, গণজাগরণ মঞ্চ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, যুব ইউনিয়ন, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগসহ বিভিন্ন সংগঠন এ সমাবেশে অংশ নেয়।