কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর সড়কে অটোরিকশা চলাচলের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক তিনঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 11:10 AM
Updated : 18 Dec 2014, 11:10 AM

বৃহস্পতিবার সকাল থেকে জেলার পশ্চিমাঞ্চলের ২৭টি গ্রামের কয়েকহাজার মানুষ মহাসড়কে অবস্থান নিলে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

নাটই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাইয়ুম জানান, পৌর নাগরিকদের সমস্যা দেখিয়ে শহরের বডারবাজার থেকে সাদেকপুর পযন্ত ৯ কিলোমিটার সড়কে মোটরযান চলাচল বন্ধ করে দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের মেয়র মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, ওই সড়কে যানবাহন চলাচলের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে সকালে পশ্চিমাঞ্চলের ২৭টি গ্রামের প্রায় ১৫ হাজার লোক শহরের পৌরতলা এলাকায় অবরোধ করে।

এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসতে চাইলে টিভি রিলে কেন্দ্রের সামনে বাধা দেয় পুলিশ। পরে তারা সেখানেই অবস্থান নেয়।

বেলা পৌনে ২টা পর্যন্ত তারা ওই সড়কেই অবস্থান করছিল বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল পাশা।