কবি নূরুল হুদা আহত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আর্টস সম্পাদক কবি মুহম্মদ নুরুল হুদা বুধবার রাতে শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটের সামনে এক দুর্ঘটনায় আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 07:34 PM
Updated : 17 Dec 2014, 07:34 PM

রাত সাড়ে ৮টার দিকে তিনজন আরোহী একটি মোটর সাইকেলে উল্টো দিক দিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে তিনি হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটর সাইকেল আরোহীরা বয়সে তরুণ ছিল এবং তারা কবি নূরুল হুদার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টাও চালিয়েছিল।

আহত নূরুল হুদাকে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ক্ষত স্থানে সেলাইও দিতে হয়েছে।

নুরুল হদা জানান, তিনি পাঠক সমাবেশ থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় আকস্মিকভাবে উল্টো দিক থেকে মোটর সাইকেলটি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে যান।

মোটর সাইকেল আরোহীরা দ্রুত পরিবাগের দিকে চলে যায় বলে জানান তিনি।

এটা পরিকল্পিত কোনো হামলা কি না, তা বোঝা যাচ্ছে না।

ঘটনা শোনার পরপরই শাহবাগ থানা থেকে পুলিশ হাসপাতালে গিয়ে কবি নূরুল হুদার চিকিৎসার দেখভাল করেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি দুর্ঘটনা না হামলা, তা  তদন্ত করে দেখা হবে।