রোহিঙ্গা ভোটার: এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার নির্দেশ

দুই রোহিঙ্গাকে জন্ম সনদ দিয়ে ভোটার হতে সহায়তা করায় কক্সবাজারের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।  

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 06:08 PM
Updated : 17 Dec 2014, 06:22 PM

মিয়ানমারের নাগরিকদের ভোটার হতে সহায়তাকারী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর এই পদক্ষেপ নেওয়া হল।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর বিরুদ্ধে আদালতে মামলা করতে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বুধবার নির্দেশনা পাঠান ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার।

এ ইউপি চেয়ারম্যান দুজন রোহিঙ্গা আমিনা (পিতা-সৈয়দ, মাতা-আনজু) এবং মো. শফি (পিতা-ওসমান ও মাতা-ফাতেমা) কে ঝিলংজা ইউনিয়নের ঝিরঝিরপাড়া, কলাতলী এলাকার জন্ম সনদ দেন বলে অভিযোগ রয়েছে।

এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জিকুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সচেতনভাবে রোহিঙ্গাদের ভোটার করতে সহায়তার অভিযোগ অস্বীকার করেন।  

“এ দুইজন স্থানীয় ঠিকানাসহ যে তথ্য দিয়েছে তা আমাদের লিস্টে আছে কি না, দেখতে হবে। ফটোকপি জন্ম সনদটি ভুয়া কি না, আমার স্বাক্ষর জাল কি না ও ডাটাগুলো আমার অফিসের অনলাইনে এন্ট্রি আছে কি না, তা খুঁজে দেখতে হবে।”

“জাল স্বাক্ষর বা ভুয়া জন্মসনদ ব্যবহার করে কেউ ভোটার হয়ে আমাকে অভিযুক্ত করে থাকতে পারে,” বলেন তিনি।