রবি-এয়ারটেলে ভিডিও কলের সুযোগ

বাংলাদেশে প্রথমবারের মতো ভিন্ন দুই মোবাইল ফোন অপারেটরের গ্রাহক হিসেবে নিজেদের মধ্যে ভিডিও কল করার সুযোগ পেতে যাচ্ছেন রবি ও এয়ারটেল গ্রাহকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 05:31 PM
Updated : 17 Dec 2014, 05:31 PM

বৃহস্পতিবার থেকে রবি ও এয়ারটেল গ্রাহকরা পরস্পর ভিডিও কল করতে পারবেন বলে বুধবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দেশে গত বছর থ্রিজি সেবা চালু হওয়ার পর এই প্রথম ভিন্ন অপারেটরের (অফনেট) গ্রাহকরা ভিডিও কলের মতো একটি অনন্য থ্রিজি পরিসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে সব মোবাইল অপারেটরই শুধু নিজেদের অপারেটরে (অননেট) ভিডিও কলের সুযোগ দিয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঠিকভাবে ভিডিও কল করার জন্য রবি ও এয়ারটেল গ্রাহকদের ভিডিও কল করার উপযোগী হ্যান্ডসেটসহ থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।

থ্রিজি নেটওয়ার্কের ভয়েস চ্যানেলের মাধ্যমে এটি পরিচালিত হয় বলে ভিডিও কলের সময় ইন্টারনেটের সেবা মূল্যের প্রয়োজন হবে না।