চট্টগ্রাম ‘হানাদারমুক্ত দিবস’ পালিত

নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে ‘হানাদারমুক্ত দিবস’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 04:38 PM
Updated : 17 Dec 2014, 04:38 PM
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও চট্টগ্রাম মুক্ত হয় তার একদিন পর।

দিনটি স্মরণে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এরপর সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধারা।

শিল্পকলা একাডেমিতে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করে দেশের চলমান উন্নয়নকে তরান্বিত করতে সকলের প্রতি আহ্বান জানান।