যশোরে আ. লীগের কমিটি নিয়ে সংঘর্ষ

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে কমিটি গঠন নিয়ে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 04:10 PM
Updated : 17 Dec 2014, 04:10 PM

বুধবার বিকাল ৫টার দিকে বেতালপাড়া বাজারের এ সংঘর্ষে আহতদের যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানান, সম্মেলনের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  এ সময় একটি পক্ষ সেখানে উপস্থিত যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ রায়কে অবরুদ্ধ করে রাখে।  খবর পেয়ে পুলিশ টিয়ারশেল ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাংসদকে উদ্ধার করে।

আহতদের মধ্যে হুলদা গ্রামের শরিফুল ইসলাম (৩০), দক্ষিণ সলুয়া গ্রামের মহিন (২০), হুলিহট্ট গ্রামের মাসুদকে (২৫) যশোর জেনারেল হাসপাতালে এবং হুলদা গ্রামের নাইম (২২), টিপু (৩০) ও আজিজুরকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা যুবলীগের নেতা ও জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান দিলু পাটোয়ারি জানান, বুধবার বিকালে জহুরপুর ইউনিয়নের ৩, ৪,৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন না করেই নেতৃবৃন্দ বেতালপাড়া স্কুলমাঠ থেকে বেতালপাড়া বাজারে চলে যান। এতে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে।