হাতি দেখতে গিয়ে পাড়ায় তিনজনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক শিশুসহ তিনজন মারা গেছে।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 11:44 AM
Updated : 17 Dec 2014, 02:55 PM

বুধবার সকাল ১১টার দিকে  উপজেলার কেউচিয়া ইউনিয়নে তারা হাতির পায়ে পিষ্ট হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে ওই ইউনিয়ন পরিষদের সচিব মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।   

নিহতরা হলেন- মাহবুবুর ‍আলম তালুকদার (৪৫), শাহাদাত (৩০) ও মো. শাকিল (১২)।

এদের মধ্যে মাহবুবুর কেউচিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পঞ্চায়েতপাড়ার মৃত আবুল হোসেন তালুকদারের ছেলে। শাহাদাত নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া এলাকার বড়খোলা গ্রামের আমীর হোসেনের ছেলে।

শাকিল পাশের কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মো. জসিম জানান, হাতির ‍পালটি গত দুদিন ধরে কুইচ্যাপাড়ার উত্তরবিল সংলগ্ন বাইতুল ইজ্জত পাহাড়ে অবস্থান করছিল।

“বুধবার সকালে ‍হাতির পালটি উত্তরবিলের ফসলি জমিতে নেমে আসলে উৎসুক জনতা চারপাশ থেকে ভিড় করে। এক পর্যায়ে হাতির পালটি উৎসুক জনতাকে আক্রমণ করলে শাহাদাত, শাকিল ও মাহবুবুর আলম পদপিষ্ট হয়।”

পরে ‍তিনজনকে সাতকানিয়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে মাহবুবুর আলম, বিকেলে শাকিল ও সন্ধ্যায় শাহাদাত মারা যায় বলে ‍তিনি জানান।

সাতকানিয়া থানার এসআই গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।