ভালুকায় ৪ খুনের ঘটনায় আটক ৩

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম বাচ্চুসহ তার পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 07:11 AM
Updated : 17 Dec 2014, 07:11 AM

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের এসআই আবুল হাশেম জানান, মঙ্গলবার রাতে ভালুকা সিডস্টোর এলাকা থেকে দুজন এবং নেত্রকোনার পূর্বধলা থেকে একজনকে আটক করা হয়।

এরা হলেন- গাজীপুরের রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার আব্দুল বাতেন।

এসআই হাশেম বলেন, বাচ্চুর বাবা ওয়ারেছ আলী মঙ্গলবার রাতে

অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাশেম জানান, বুধবার সকালে বাচ্চু, তার স্ত্রী  ও দুই মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার সকালে ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোটা গ্রাম থেকে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, তার স্ত্রী পারুল আক্তার (২৮) এবং তাদের দুই মেয়ে জিনিয়া আক্তার (৬) ও রিমা আক্তারের (২) লাশ উদ্ধার করে পুলিশ।

সোমবার রাতের কোনো এক সময় বাচ্চু ও তার স্ত্রীকে কুপিয়ে এবং দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।