ওষুধ কোম্পানির ৩২ বিক্রয় প্রতিনিধি দণ্ডিত

কিশোরগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা কাজে ব্যাঘাত সৃষ্টি করার অভিযোগে বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ জন বিক্রয় প্রতিনিধিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2014, 10:56 AM
Updated : 14 Dec 2014, 10:56 AM

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদের নেতৃত্বে র‌্যাব-১৪ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারা ও অর্থ দণ্ড দেয়া হয়।

আটক প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের কিশোরগঞ্জ জেলা হাসপাতাল থেকে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে অস্থায়ী হাজতে ও পরে জেলা কারাগারে পাঠানো হয়।

ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ বলেন, দীর্ঘ দিন ধরে হাসপাতালের ভেতরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দৌরাত্ম্যে চিকিৎসা কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। এ কারণে অভিযান পরিচালনা করা হয়।