টঙ্গীর জোড় ইজতেমার এক মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমা ময়দানে অসুস্থ হওয়ার পর এক মুসল্লির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2014, 05:32 AM
Updated : 29 Nov 2014, 05:32 AM

মৃত মো. সামসুল হক ওরফে সামসুদ্দিনের (৭০) গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ঢাকার পশ্চিম রাজারবাগ এলাকায় থাকতেন।

ইজতেমা ময়দানের মুরুব্বি মো. গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ বোধ করেন সামসুল হক। পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

শুক্রবার থেকে পাঁচদিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। দেশ বিদেশের হাজার হাজার মুসল্লি টঙ্গীর ওই জোড় ইজতেমায় যোগ দিয়েছেন।

মঙ্গলবার বাদ জোহর শেষ হবে ওই ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমার ৪০দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা হয়ে থাকে।