ব্রাহ্মণবাড়িয়া থেকে চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ৭

আটটি চোরাই মোটরসাইকেলসহ ‍সাতজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 04:25 PM
Updated : 28 Nov 2014, 04:25 PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলে- মো. আশরাফুল (৩০), শওকত মিয়া (২৫), আল-আমিন (২৩), শেখ সাহেব (৩০), তানভীর (৩২), মো. আল-আমিন (২৮) ও মো. রাসেল (৩০)। তারা সবাই ব্রাক্ষণবাড়িয়া ও বাঞ্ছারামপুরের বাসিন্দা।

তারা আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য বলে পুলিশ দাবি করেছে।

চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার এক বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় মোটর সাইকেল চুরির এক মামলার সূত্র ধরে বারৈয়ারহাট এলাকা থেকে নামে প্রথমে আল-আমিন ও রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের জি‌জ্ঞাসাবাদে সংঘবদ্ধ চোর চক্রের সন্ধান পায় পুলিশ।

এতে বলা হয়, গ্রেপ্তারদের দেয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর এলাকা থেকে আটটি মোটর সাইকেলসহ ওই সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এই চক্র চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাদপুর ও কুমিল্লায় মোটর সাইকেলে চুরি ও বিক্রির নেটওয়ার্ক তৈরি করেছে বলে পুলিশের দাবি।