গোবিন্দগঞ্জে গৃহবধূকে ‘হত্যা’

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

গাইবান্ধা প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 02:11 PM
Updated : 28 Nov 2014, 02:11 PM
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিহত অঞ্জনা বেগম (২০) উপজেলার দশলাল গ্রামের শামীম মিয়ার স্ত্রী।

এ ঘটনায় শুক্রবার অঞ্জনার বাবা আব্দুল ওয়াহেদ একটি হত্যা মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, দুর্গাপুর গ্রামের আব্দুল ওয়াহেদের মেয়ে অঞ্জনার সঙ্গে দশলাল গ্রামের ইদ্রিস আলীর ছেলে শামীম মিয়ার এগারো মাস আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের টাকার দাবিতে প্রায়ই অঞ্জনাকে শারীরিক নির্যাতন করত শামীম।

বৃহস্পতিবার রাতে যৌতুকের টাকা নিয়ে অঞ্জনার সঙ্গে শামীমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অঞ্জনাকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে শামীম।

শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পরই অঞ্জনার স্বামী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।