সাগরে ট্রলার ডুবি তদন্তে কমিটি

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন ঊপকূলে জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার ডুবির ঘটনা তদন্তে একটি কমিটি করেছে নৌ বাণিজ্য অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 01:34 PM
Updated : 28 Nov 2014, 01:34 PM

শুক্রবার বিকালে অধিদপ্তরের প্রকৌশলী (শিপ সার্ভেয়ার) এ এস এম  সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি করা হয়।

কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন।

কমিটিতে চট্টগ্রাম বন্দরের একজন এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের একজন পরিদর্শককে সদস্য রাখা হয়েছে বলে জানান তিনি। 

শুক্রবার ভোর রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের ৩০ নটিক্যাল মাইল দূরে ১১ নম্বর পয়েন্টে  চট্টগ্রামের বেঙ্গল ফিশারিজ লিমিটেডের মালিকানাধীন ট্রলার ‘এফবি বন্ধন’ ২৯ জন মাল্লা ও জেলেসহ ডুবে যায়।

‘বসুন্ধরা-৮’ নামে সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় বন্ধন ডুবে যায় বলে বেঙ্গল ফিশারিজ কর্তৃপক্ষের দাবি।

নৌবাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে একজনকে মৃত ও দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

ট্রলারের ২৬ নাবিক নিখোঁজ রয়েছেন বলে নৌ বাণিজ্য অধিদপ্তরের কর্মকর্তা শফিকুল জানিয়েছেন।