চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিকদের ছবি নিয়ে প্রদর্শনী

চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিকদের তোলা ছবি নিয়ে শুরু হয়েছে তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 01:20 PM
Updated : 28 Nov 2014, 01:20 PM

শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রামে ভারতের সহকারী কমিশনার সোমনাথ হালদার।

সাগর আর পাহাড়ঘেরা চট্টগ্রামের সৌন্দর্য, স্থানীয় ঐতিহ্য বলীখেলা, পাহাড়ের জীবনযাত্রা, বন্দরের প্রতিদিনকার কাজের চিত্র উঠে এসেছে প্রদর্শনীর ছবিগুলোতে।

এ ধরনের জীবনঘনিষ্ঠ ও চট্টগ্রামের ঐতিহ্য নিয়ে তোলা ২২ আলোকচিত্রীর ৪৪টি ছবি প্রদর্শিত হচ্ছে এ প্রদর্শনীতে।

‘মাই সয়েল, মাই সোল’ শিরোনামের আর্ন্তজাতিক এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিদারুল আলম।

উদ্বোধনী বক্তব্যে সোমনাথ হালদার বলেন, ছবি কথা বলে। ছবি ইতিহাসের সাক্ষ্য বহন করে।

তিনি বলেন, চিত্র সাংবাদিকেরা নতুন প্রজš§কে সুন্দর পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে তাদের ছবির মাধ্যমে।

এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এ প্রত্যাশা করেন তিনি।

আবৃত্তিকার রাশেদ হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি এজাজ ইউসুফী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি শহীদ উল আলম, সিপিজেএ এর সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, প্রদর্শনী উদযাপন পরিষদের আহবায়ক রূপন চক্রবর্ত্তী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ফটো সাংবাদিকরা জীবন ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। নানা হয়রানি ও ঝুঁকি সত্ত্বেও তারা সময়ের চিত্র তুলে রাখেন।

অনুষ্ঠান থেকে বক্তারা চিত্র সাংবাদিকদের জন্য ঝুঁকি বীমা চালুর দাবি জানান।

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজিএ) আয়োজনে শুরু হওয়া তিনদিনের এ প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দর্শনার্থীদের জন্য।

প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামকে ব্র্যান্ডিংয়ের পাশাপাশি পজিটিভ বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে বলে আয়োজকরা জানান।

চট্টগ্রামের পর নেপালের রাজধানী কাঠমান্ডু, ভারতের কলকাতা এবং ঢাকায় পৃথক তিনটি প্রদর্শনী হবে।

প্রদর্শিত ছবিগুলো আগত দর্শনার্থীরা চাইলে নির্ধারিত অর্থের বিনিময়ে কিনতেও পারবেন।

প্রদর্শনী উপলক্ষে একটি সুদৃশ্য সুভ্যেনির ও ফোল্ডারও বের করা হয়েছে।