‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’

মানুষ ভজলে সোনার মানুষ হবি- শ্লোগানে চুয়াডাঙ্গা সদরে চারদিনব্যাপী ‘বাউল ও লোকজ উৎসব’ শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 10:02 AM
Updated : 28 Nov 2014, 10:02 AM

আকন্দবাড়িয়া গ্রামে স্থানীয় বাউল পরিষদ আয়োজিত এ উৎসব বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন করেন চুয়াডাঙ্গার বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান।

উৎসবের উদ্বোধনী দিনের বিকালে ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করে জয়নগরের লাঠিয়াল দল।

এরপর সন্ধ্যায় উৎসব মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন ও বাউল গান পরিবেশন করেন ধীরু বাউল, দর্শনা ভৈরবী সাংস্কৃতিক সংগঠনের শিল্পী মশিউর রহমান, জসীম উদ্দিন, আবু তাহের, আবু কালাম, মুকুল, পুতুল ও মেঘলা।

এছাড়াও গান গেয়ে দর্শক শ্রোতাদের মন মাতিয়ে তোলে মেহেরপুরের ক্ষুদে বাউল দেলোয়ার।

আয়োজকরা জানান, চারদিনের এই বাউল ও লোকজ উৎসবে লালন গান, বাউল গান, ঝাপান গান, জারি গান, ভাব গান, যাত্রাপালা, ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ নানা ধরনের আয়োজনও রয়েছে।

উৎসব উপলক্ষে এলাকায় মেলাও বসেছে।

দর্শনা পৌর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক আল আমিন প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বাউল পরিষদের সভাপতি মনিরুজ্জামান ধীরু বাউল ও সঞ্চালনা করেন সাংবাদিক রেজাউল করিম লিটন।