ফারজানা হত্যার বিচার দাবিতে অবরোধ, সংঘর্ষ

স্কুলছাত্রী ফারজানা হত্যার বিচারের দাবিতে রাজধানীর নতুনবাজারে এলাকাবাসীর অবরোধে পুলিশের বাধার পর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 07:11 AM
Updated : 28 Nov 2014, 02:03 PM

শুক্রবার সকালে ওই সংঘর্ষের পর পুলিশ জলকামান ও টিয়ার শেল ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

ভাটারা থানার ওসি সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ভাটারা মোড়ে স্কুলছাত্রী ফারজানা হত্যার প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী। পরে তারা নতুন বাজার এলাকার মূল সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয়।

“বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধনের কথা বলে ভাটারা এলাকার কিছু লোক সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলেও তারা কথা শোনেনি। জনগণের ভোগান্তি এড়াতে তাদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার করা হয়েছে।”

গত ২৫ নভেম্বর ভাটারা থানাধীন সোলমাইদ একশ ফুট রাস্তার পাশে ফারজানা নামের এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

ভাটারা থানার ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, মেয়েটির গলায় ছিল কালো দাগ, দুই হাত গেঞ্জির কাপড়ে বাঁধা ছিল। আগের দিন দোকান থেকে পেন্সিল কিনতে বেরিয়ে নিখোঁজ হয় সে।

ফারজানার বাবা ফারুক হোসেন প্রাইভেটকার চালক। তাদের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরের ডুমুশিয়ায়।

লাশ উদ্ধারের দিনই তার বাবা ফারুক অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।