মা- তিন মেয়েকে পুড়িয়ে হত্যায় জাহাঙ্গীরের ‘দোষ স্বীকার’

টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তিন মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 04:52 PM
Updated : 27 Nov 2014, 05:13 PM
বৃহস্পতিবার বিকালে সাড়ে তিন ঘণ্টা জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠায় আদালত।

মির্জাপুর থানার এএসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল দত্ত জানান, বিকাল ৪টার দিকে জাহাঙ্গীরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহাদত হোসেনের আদালতে হাজির করা হয়।

সেখানে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জাহাঙ্গীর।

হত্যার ঘটনায় করা একটি মামলায় গত ২২ নভেম্বর রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামের নিজ বাড়ি থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৭ অক্টোবর কোরবানির ঈদের রাতে সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম ও তার তিন মেয়ে মনিরা আক্তার মরিয়ম, মিম আক্তার ও মলি আক্তারকে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয়।

ওইদিন রাতেই হাসনা বেগমের ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে একই গ্রামের বাহার উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি করে আরও ১০ জনের নাম উল্লেখ মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ওই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এর আগে জাহাঙ্গীরের ভাইসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের মধ্যে পেট্রোল সরবরাহকারী রিকশাচালক আলী হোসেনও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।