কর্ণফুলী টানেল নির্মাণের স্থানে চীনা প্রতিনিধি দল

চট্টগ্রামের কর্ণফুলীতে টানেল নির্মাণের স্থান পরিদর্শন করেছে চীনা প্রতিনিধি দল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 04:47 PM
Updated : 27 Nov 2014, 04:47 PM

বৃহস্পতিবার কর্ণফুলী নদীর মোহনায় ২৬ সদস্যের প্রতিনিধি দল নির্মাণের স্থান পরিদর্শন করে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ চার লেইন বিশিষ্ট টানেলটির নদীর উভয় পাশে সংযোগ সড়ক হবে প্রায় ৬ কিলোমিটার।

বিকালে চীনা প্রতিনিধি দলের সদস্যরা সিডিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ছাড়াও বৈঠকে সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা, সিডিএ’র বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী, বোর্ড সদস্য গিয়াস উদ্দিন, সচিব তাহেরা ফেরদৌস বেগম উপস্থিত ছিলেন।