কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে হামলা, প্রক্টরসহ আহত ৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হামলায় প্রক্টর মো. আইনুল হকসহ চারজন আহত হয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 02:00 PM
Updated : 27 Nov 2014, 02:00 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ ঘটনায় গুরুতর আহত শিক্ষকদের বাস চালকের সহকারী জাকির খানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস চালক মো. আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আমি কান্দিরপাড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হই। এ সময় বাসের ধাক্কা লেগে একটি অটোরিকশা সামান্য ক্ষতিগ্রস্ত হয়।”

“তখন প্রক্টর আইনুল হক স্যার ক্ষতিগ্রস্ত চালককে ২০০ টাকা ক্ষতিপূরণও দেন। কিন্তু হঠৎ করেই কিছু লোক একজোট হয়ে বাসের হেলপার জাকির খানকে বাস থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করে।”

প্রক্টর আইনুল হক বলেন, “ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু কিছু চাঁদাবাজ শ্রেণির লোক হঠাৎই একজোট হয়ে আমাদের উপর চড়াও হয় এবং জাকির খানকে মারধর করে।”

গুরুতর আহত জাকিরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের বাস থেকে শিক্ষার্থীরা নেমে প্রতিবাদ জানায় এবং দুজনকে ধরে পিটুনি দেয়।

আহত অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।