উল্লাপাড়ায় ৮ আনন্দ স্কুলের অর্ধেক পরীক্ষার্থীই ভুয়া

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার একটি কেন্দ্রে ৬৪ জন ভুয়া পরীক্ষার্থী চিহ্নিত হয়েছে, যাদের নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী দেখিয়েছিলেন আটটি আনন্দ স্কুলের শিক্ষকরা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 01:31 PM
Updated : 27 Nov 2014, 01:36 PM

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের আওতায় হতদরিদ্র শিশু-শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আনন্দ স্কুল পরিচালিত হচ্ছে। এসব স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার পাশাপাশি শিক্ষকদের মাসে তিন হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।

বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলার বড়হর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই ভুয়া শিক্ষার্থীদের বহিষ্কারের পাশাপাশি জালিয়াতিতে জড়িত ছয় শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বড়হর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আটটি আনন্দ স্কুলের হয়ে পিএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৬৪ জনই ভুয়া পরীক্ষার্থী নিশ্চিত হওয়ার পর তাদের বহিষ্কার করা হয়।

ওই কেন্দ্রে এই আট আনন্দ স্কুলের শিক্ষার্থী হিসেবে মোট ১১৫ জন পরীক্ষা দিচ্ছিল বলে রক্স প্রকল্পের উপজেলা প্রশিক্ষণ সমন্বয়কারী আবদুর রহমান জানিয়েছেন।

 এ  ঘটনায় জড়িত আট শিক্ষকের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সাজার আদেশ দেয়।

ঘটনার পর পালিয়ে যাওয়া দুই শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে বলে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন জানিয়েছেন।

ভুয়া পরীক্ষার্থীদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গত বছর এসএসসি পাশ করেছি। আনন্দ স্কুলের শিক্ষকদের কথায় ছয়শ টাকার বিনিময়ে পিএসসির সকল পরীক্ষা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম।”