চট্টগ্রামে রেলের জমিতে অবৈধ গুদাম গুঁড়িয়ে দিল প্রশাসন

চট্টগ্রামে রেলওয়ের এক কর্মকর্তার বাংলোর সীমানায় অবৈধভাবে গড়ে তোলা একটি সিরামিক টাইলসের গুদাম গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন, যে জায়গাটি অবৈধভাবে ভাড়া দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 12:41 PM
Updated : 27 Nov 2014, 12:41 PM

বৃহস্পতিবার দুপুরে সিআরবি এলাকায় পূর্ব রেলের ভূ-সম্পদ বিভাগের উদ্যোগে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব উল হাসান।

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের পাশে পূর্ব রেলের ডেপুটি ফাইন্যান্স অ্যাডভাইজর জামাল হোসেনের বাংলোর ভেতরে দশ বছর ধরে ছিল অবৈধ ওই গুদাম।

পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, অবৈধভাবে পরিচালিত এ গোডাউনের লোকজনকে সরে যেতে এর আগে পাঁচবার নোটিস দেওয়া হলেও কাজ হয়নি।

“সর্বশেষ তিনদিন আগেও ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নোটিস দেয়া হয়েছিল।”

ম্যাজিস্ট্রেট রাকিব উল হাসান জানান, অভিযানে গুদামটি ভেঙে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ টাইলস ধ্বংস করা হয়েছে।

অভিযোগ রয়েছে, রেলের কর্মকর্তা জামাল স্থানীয় কিছু প্রভাবশালীকে বাংলো সংলগ্ন জায়গা অবৈধভাবে ভাড়া দিয়েছিলেন।  

এ প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, “জায়গাটি তিনি ভাড়া দিয়েছেন কি না এ বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। তবে গুদাম পরিচালনাকারীদের সরে যেতে বলা হলেও তারা যায়নি।”

অভিযানে ওই এলাকায় রেলওয়ের জামিতে থাকাআরো কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।