চট্টগ্রামে রাজস্ব ফাঁকি: ব্যবসায়ীর ১৯ বছরের দণ্ড

সাত লাখ টাকা রাজস্ব ফাঁকির দায়ে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 10:53 AM
Updated : 27 Nov 2014, 10:53 AM

সাজাপ্রাপ্ত বিকাশ ঘোষ চট্টগ্রামের মেসার্স শ্রাবণী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী।

বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ বিচারক আতাউর রহমান রায় ঘোষণা করার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডবিধির আলাদা পাঁচটি ধারায় আসামিকে মোট ১৯ বছরের দণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

একই সঙ্গে আসামিকে ছয় লাখ ৯৮ হাজার ১৫১ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

২০০০ থেকে ২০০২ সালের মধ্যে মিথ্যা তথ্য দিয়ে কাপড় আমদানি করে ছয় লাখ ৯৮ হাজার ১৫১ টাকা শুল্ক ফাঁকি দেন বিকাশ। এ ঘটনায় ২০০২ সালের ২১ জুলাই বন্দর থানায় মামলা করে দুর্নীতি দমন ব্যুরো।

দীর্ঘ ১০ বছর পর ২০১২ সালের ২১ অক্টোবর আদালতে এই মামলার অভিযোপত্র দেওয়ার পরের বছর ২৬ জুন অভিযোগ গঠন করা হয়।