ট্রান্সফরমার বিস্ফোরণে ৩ ডেসকো কর্মচারী দগ্ধ

রাজধানীর মিরপুরে বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিস্ফোরণে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) তিন কর্মচারী দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 10:40 AM
Updated : 27 Nov 2014, 10:40 AM
অগ্নিদগ্ধ জনি (১৮), রফিকুল ইসলাম (২৮) ও সাজ্জাদ হোসেনকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর ১ নম্বর পানির ট্যাংকের কাছে একটি ট্রান্সফরমারে কাজ করছিলেন এ তিন যুবক।

“হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন। এরপর বেলা ১২টার দিকে তাদের হাসপাতালে আনা হয়।”

চিকিৎসকদের উদ্ধৃত করে পরিদর্শক মোজাম্মেল জানান, জনির শরীরের ২২ ভাগ এবং সাজ্জাদ ও রফিকুলের শরীরের ৭৬ ভাগ দগ্ধ হয়েছে।