চাঁদপুরে সড়ক অবরোধে ছাত্রলীগের পদবঞ্চিতরা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে পদবঞ্চিতরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 07:06 AM
Updated : 27 Nov 2014, 07:06 AM

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা এ সময় সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে রাখে। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এ সময় দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম রিপন ও স্বপন নামের দুই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ।

ওসি বলেন, আটকদের মুক্তি ও ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন দিয়ে বিক্ষোভ করে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বাধীন কর্মী-সমর্থকরা।

এতে চাঁদপুরের সঙ্গে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।রাস্তার দুপাশে আটকা পড়ে কয়েকশ যানবাহন।

পরে বেলা ১১টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, “আমাদের দুই নেতাকে আটকের প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি।”