প্রথম ধাপে ১৭ হাজার পুলিশ নিয়োগ: প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়াতে ৫০ হাজার পুলিশ নিয়োগের অংশ হিসাবে প্রাথমিকভাবে ১৭ হাজারের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 06:59 AM
Updated : 27 Nov 2014, 07:44 AM

বৃহস্পতিবার রাজধানীর র্যা ব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই র্যা বের ‘ক্রিমিনাল ডেটাবেইজ ম্যানেজমেন্ট সিস্টেম’ নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত হলো।  

সাইবার সন্ত্রাস রোধে পুলিশের অধীনে একটি নতুন ইউনিট খোলার কাজ শুরু হয়েছে বলেও অনুষ্ঠানে জানান প্রতিমন্ত্রী।

সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে গত ফেব্রুয়ারিতে  এক অনুষ্ঠানে ধাপে ধাপে ৫০ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এই বাহিনীর জনবল সংখ্যা বর্তমানে প্রায় ১ লাখ ৫৬ হাজার।